ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

খেলাধুলা কমে যাওয়ায় যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে- মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন করা হয়েছে।  বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শুক্রবার(২৮ মে) সকালে  শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় মাধবপুর পৌরসভা ও জগদীশপুর ইউনিয়ন একাদশ খেলায় অংশগ্রহন করেন।  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা কমে যাওয়ায় যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এজন্য খেলাধুলায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আজ ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন আন্তজাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সরকার খেলাধুলাকে উৎসাহিত করতে খেলোয়ারদের অনুকুল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। বাংলার নারীরাও তাদের দক্ষতা দিয়ে আর্ন্তজাতিক মানের খেলা উপহার দিয়েছে। এখন নারীরাও খেলাধুলায় পিছিয়ে নেই। মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক করোনার মধ্যেও বাংলাদেশ অর্থনীতি এখনও ভাল। করোনার পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান বাবুল হোসেন খান,চেয়ারম্যান,শফিকুল ইসলাম, চেয়ারম্যান আরিফুর রহমান, ক্রীড়া সংস্থার সেক্রেটারী মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।

ads

Our Facebook Page